সিবিএন ডেস্ক

পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ভোলাইয়া ঘোনা এলাকায় গণসংযোগ শুরু করে তিনি বিভিন্ন পাড়া-মহল্লায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও সমর্থন কামনা করেন।

গণসংযোগ চলাকালে তিনি পূর্ব গোঁয়াখালী, মইয়াদিয়া, মককাটা, জালিয়াখালী, দক্ষিণ বটতলীয়াপাড়া, উত্তর বটতলীয়াপাড়া, উত্তর গোঁয়াখালীসহ কয়েকটি এলাকায় যান। প্রতিটি এলাকায় তিনি স্থানীয় মানুষের সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে উন্নয়ন, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন

বিগত ৩ নির্বাচনের সব কর্মকর্তাদের বাদ দিচ্ছে ইসি

গণসংযোগে সঙ্গে ছিলেন—পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, বারোবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল মোস্তফা চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা সভাপতি দিদারুল ইসলাম, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা রুহুল আমিন, সদর ইউনিয়ন সভাপতি মাওলানা ছৈয়দ নুরসহ স্থানীয় নেতা-কর্মীরা।

গণসংযোগ শেষে আব্দুল্লাহ আল ফারুক বলেন, “জনগণের আমানত রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। আমি জনগণের পাশে থেকে উন্নয়ন, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।”

দেশ-বিদেশের আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS এর সাথে।