সিবিএন ডেস্ক

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের প্রার্থী ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান আমার ওপর বিশ্বাস রেখে আপনাদের খেদমত করার জন্য পাঠিয়েছেন। আমি নির্বাচিত হলে কোম্পানীগঞ্জকে সারা দেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলায় শ্রমিকদের উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

১৩ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেলো ‘আরাকান আর্মি’

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

আরিফুল হক বলেন, “আমি কাজপ্রিয় মানুষ—কাজ ছাড়া থাকতে পারি না। আমাকে নির্বাচিত করলে দেখবেন, ফজরের নামাজের পরই এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছি। আমি যদি সংসদ সদস্য হই, কোম্পানীগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ট্রাক টার্মিনাল প্রতিষ্ঠা করব।”

তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠন করলে কোম্পানীগঞ্জ, জৈন্তা ও গোয়াইনঘাট—এই তিন উপজেলায় রাস্তাঘাট, বিদ্যুৎ ও শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটিয়ে অঞ্চলটিকে দেশের মধ্যে মডেল হিসেবে দাঁড় করানো হবে।”

কোম্পানীগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কবির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়ার সঞ্চালনায় আয়োজিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, এডভোকেট কামাল হোসেন, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাউছার আহমদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি বাদশা মিয়া, যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, শ্রমিকদল নেতা শরিফ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সাল, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, যুবদল নেতা সাহেদ আহমেদ চমনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।