মহেশখালী পৌরসভায় কর্মী সম্মেলনে ড. হামিদুর রহমান আযাদ

জুলাই গণঅভ্যুত্থানের প্রতি যারা সম্মান দেখাতে জানে না তারাই নব্য ফ্যাসিবাদের স্বপ্ন দেখছে

প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫ ০৬:৫৯

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, সংস্কার ছাড়া কোন নির্বাচন গ্রহণযোগ্য হবেনা। জুলাই অভ্যুত্থান একটা রক্তাক্ত অভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থানের প্রতি যারা সম্মান দেখাতে জানে না তারাই নব্য ফ্যাসিবাদের স্বপ্ন দেখছে। এই দেশের শান্তি প্রিয় জনগণ তাদের দুঃস্বপ্ন কখনো বাস্তবায়ন হতে দেবে না।

১২ অক্টোবর মহেশখালী পৌরসভা জামায়াতের তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হামিদুর রহমান আযাদ কথাগুলো বলেন।

পৌরসভার সভাপতি কাউন্সিলর মোতাহার হোসেনের সভাপতিত্বে পৌরসভার ঘোনা পাড়া অহনা কনভেনশন হলে অনুষ্ঠানে হামিদ আযাদ আরো বলেন, আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আদেশ জারি করে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতেই হবে। তিনি বলেন, ফ্যাসিবাদের দিন শেষ, নতুন প্রজন্মের বাংলাদেশ। ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে এই দেশে কারো রাজনীতি করার অধিকার নেই। দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করতে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে গণভোটকে হ্যাঁ বলুন। তাহলে দেশের জনগণ আপনাদের স্বাগত জানাবে।

সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে ডক্টর হামিদুর রহমান আযাদ আরো বলেন, চাঁদাবাজ, দখল বাণিজ্য ও দুর্নীতিকে না বলুন। যারা দেশে সুষ্ঠ নির্বাচন ন্যায় বিচার, সুশাসন চায়না তারাই সংস্কারের বিরোধিতা করছে।

ডক্টর আযাদ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণের ভাষা বুঝার চেষ্টা করুন মানুষ কি চায়। এই দেশের শান্তিপ্রিয় জনগণ সংস্কার ছাড়া কোন নির্বাচন মেনে নিবে না, তাই সরকারকে দ্রুত সময়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করার আহবান জানান।

একই দিন সকালে মহিলা কর্মী সম্মেলন এবং বিকেলে তৃণমূলের জামায়াতের নির্বাচনি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ছাত্র নেতা কামরুল হাসান, সাবেক ছাত্র নেতা, অধ্যক্ষ সৈয়দুল হক সিকদার, ঈদগাহ রশিদ আহমেদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন, মহেশখালী উপজেলা দক্ষিণের আমির মাষ্টার শামিম ইকবাল, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, মৌলানা সিরাজুল হক, মৌলানা ছিদ্দিক নুরী, মৌলানা নুরুল আলম, আব্দুল হক হক্কানী, মৌ ইসমাইল, কক্সবাজার শহর পর্যটন থানা শাখার সেক্রেটারি ছাত্র নেতা আলমগীর সাঈদ, মহেশখালী উপজেলা উলামা বিভাগের সভাপতি মৌলানা কুতুবউদ্দিন, শ্রমিক নেতা আবদুল খালেক, প্রবাসী নুরুল ইসলামসহ তৃনমুল নেতৃবৃন্দ।