উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারজুড়ে, এতে ১৬টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আলী (৫৭) নামে এক দোকান কর্মচারী।
সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া বাজারের দক্ষিণ পাশে অবস্থিত একটি ইলেকট্রনিক্স দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
নিহত মোহাম্মদ আলী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মিজাখিল গ্রামের আলী মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উখিয়া বাজারের এক দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, প্রথমে একটি ইলেকট্রনিক্স দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১৬টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনের তীব্রতায় অনেক ব্যবসায়ী দোকান থেকে মালামাল সরাতে পারেননি। কেউ কেউ দোকানের পেছনের দরজা ভেঙে প্রাণে বাঁচেন, তবে দোকানের ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান মোহাম্মদ আলী।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, “আগুন লাগার শুরুটা টেরই পাইনি। বাইরে বের হয়ে দেখি দোকান জ্বলছে। ফায়ার সার্ভিস দ্রুত না এলে পুরো বাজারই শেষ হয়ে যেত।”
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।”
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকারি ও বেসরকারি সহায়তার উদ্যোগ নেওয়া হবে।”
