সিবিএন ডেস্ক
রাজনৈতিক ব্যবস্থাসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে আমূল সংস্কার এনে বাংলাদেশকে অগ্রগতির পথে নিয়ে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান — এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষায়, “বাংলাদেশের অগ্রগতির টার্নিং পয়েন্ট হচ্ছে ৭ নভেম্বর।”
শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, “৭ নভেম্বর জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে বাংলাদেশে নতুনভাবে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখে। শহীদ জিয়াউর রহমান এই বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রে আমূল পরিবর্তন আনেন।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গণতন্ত্রকে আজও হুমকির মুখে ফেলার নানা চক্রান্ত চলছে। নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে, তাহলেই এ দিবসের প্রকৃত মূল্যায়ন সম্ভব।”
এসময় বিএনপি মহাসচিব সবাইকে গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, “বিপ্লব ও সংহতি দিবসের চেতনা হচ্ছে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও স্বাধীনতার সংহতি। সেই আদর্শেই আমাদের এগিয়ে যেতে হবে।”
