সিবিএন:

কক্সবাজার সিটি কলেজের পুনর্গঠিত এডহক কমিটির দ্বিতীয় সভা গতকাল সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় কলেজের অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দীন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় মনোনীত বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, প্রতিষ্ঠাতা সদস্য জনাব আবদুল মাবুদ চৌধুরী এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও এডহক কমিটির সদস্য সচিব প্রফেসর এস এম আকতার উদ্দিন চৌধুরী।

সভায় পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন, এইচএসসি ২০২৫ পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ভবিষ্যতে কলেজের একাডেমিক সাফল্য আরও উন্নত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনার পর সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার মাধ্যমে কলেজের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।