আবুল কাশেম, রামু;
কক্সবাজারের রামু উপজেলায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২০০ জন মেয়ে শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের বাঁকখালী অডিটোরিয়ামে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রুম টু রিড বাংলাদেশ-এর জেন্ডার ইকুয়ালিটি পোর্টফোলিও ম্যানেজার ইফফাত জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন রুম টু রিড কক্সবাজার অফিসের ম্যানেজার চিত্তপ্রিয় আচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম চৌধুরী ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হানিফ মিয়া।
রামুর ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ ছাত্রী, প্রধান শিক্ষক, ফোকাল শিক্ষক ও রুম টু রিড-এর এসএম কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান ও সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতিনিধি বক্তব্য প্রদান করেন। পাশাপাশি জিপিএ-৫ অর্জনকারী ১০ জন মেধাবী ছাত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাওরিন আলম টুম্পা ও নাজমা হোসেন নয়ন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. এরফানুল হক চৌধুরী বলেন, “এখনই স্বপ্ন দেখার সময়। উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের গড়ে তুলে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলতা অর্জনে মনোবল দৃঢ় রাখতে হবে।” তিনি রুম টু রিড-এর কার্যক্রমের প্রশংসা করে মেয়েদের শিক্ষায় আরও বিস্তৃতভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইফফাত জেরিন বলেন, “এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেলে শিক্ষার হার বাড়বে এবং তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম চৌধুরী ও প্রাথমিক শিক্ষা অফিসার হানিফ মিয়া বলেন,
“মেয়েদের শিক্ষায় টিকিয়ে রাখা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে রুম টু রিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের মেয়েরা আগামী দিনের নেতৃত্ব দেবে-আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে।”
রুম টু রিড বাংলাদেশ সম্পর্কে সংক্ষেপে
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড ২০০৮ সাল থেকে বাংলাদেশে কাজ করছে। সংস্থাটি শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধি, জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন এবং মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে সহায়তা করে। পাশাপাশি জীবন দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তুলছে।
