আবুল কাশেম, রামু:
কক্সবাজার সদর উপজেলায় এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ১৯০ জন ছাত্রীকে সংবর্ধনা দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড বাংলাদেশ।
সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টায় কক্সবাজার সদর উপজেলা অডিটরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার পাঁচটি স্বনামধন্য মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। কৃতী শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ১২ জনকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুম টু রিড বাংলাদেশের জেন্ডার ইকুয়ালিটি পোর্টফোলিও ম্যানেজার ইফফাত জেরিন। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রুম টু রিড কক্সবাজার অফিসের ম্যানেজার চিত্তপ্রিয় আচার্য্য। এতে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, এবং বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। শিক্ষার্থী রাইধা রহমান রশ্নি ও রেহেনা মোস্তাকী শোভা অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এখন তোমাদের ক্যারিয়ার গঠনের সময়। বাল্যবিবাহ নয়, উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে এগিয়ে নিতে হবে। জীবনের চ্যালেঞ্জগুলো তোমাদেরই মোকাবিলা করতে হবে এবং সফলতা অর্জন করতে হবে।”
তিনি মেয়েদের শিক্ষায় উৎসাহব্যঞ্জক এ আয়োজনের জন্য রুম টু রিডকে ধন্যবাদ জানান।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন,
“মেয়েদের মাধ্যমিক শিক্ষায় টিকিয়ে রাখা এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে রুম টু রিডের ভূমিকা প্রশংসনীয়। আজকের মেয়েরা আগামী দিনের নেতৃত্ব দেবে।”
সভাপতির বক্তব্যে ইফফাত জেরিন বলেন, “এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা জীবনের লক্ষ্য স্থির রেখে শিক্ষায় মনোযোগী হলে কেবল শিক্ষার মানই উন্নত হবে না, তারা দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
উল্লেখ্য, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড ২০০৮ সাল থেকে বাংলাদেশে শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধি এবং মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পন্ন ও জীবন দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।
