সিবিএন ডেস্ক
গণভোট ও জুলাই সনদের বিভিন্ন বিতর্কিত ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী শক্তি যারা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রামে একসাথে ছিলেন, তাদের কাছে সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে সম্মিলিত পরামর্শ চায় সরকার।” এখন আর সময় নষ্টের সুযোগ নেই উল্লেখ করে তিনি সতর্ক করেন, রাজনৈতিক দলগুলো যদি দ্রুত সম্মিলিত প্রস্তাব না দেয়, তবে সরকার নিজের মতো করেই ব্যবস্থা নেবে।
আইন উপদেষ্টা আরও জানান, গণভোটের সময়, বিষয়বস্তু এবং জুলাই সনদের ভিন্নমত সংক্রান্ত ইস্যুগুলো নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বৈঠকে মত প্রকাশ করেন উপদেষ্টারা। রাজনৈতিক দলগুলো সময়মতো পরামর্শ দিলে সরকারের কার্যক্রম আরও সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।
লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর একত্রে বসার সুযোগ সরকার ইতিমধ্যে একাধিকবার দিয়েছে। তবে এবার সরকার নিজে থেকে আর কোনো বৈঠকের আয়োজন করবে না। তিনি আশা প্রকাশ করেন, “যেহেতু ফ্যাসিবাদবিরোধী দলগুলো অতীতেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একসাথে বসেছে, এবারও তারা সমঝোতায় পৌঁছাবে।”
