নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ঈদগাঁও বাজারের প্রাণকেন্দ্রে ভূমি অফিসের নির্দেশ অমান্য করে কোটি টাকার সরকারি খাস জমিতে ফের স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে বাজারের কবিরাজ সিটি সেন্টারের পেছনে গোপনে এ নির্মাণ কাজ চলতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে কয়েকজন ভাড়াটিয়ার পাহারায় চিহ্নিত খাস জমিতে পুনরায় নির্মাণ কাজ শুরু হয়। এ সময় দুইজন সচেতন ব্যবসায়ী ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, অন্ধকারে ভাড়াটিয়াদের উপস্থিতিতে গোপনে ইট-বালু ফেলা ও নির্মাণের কাজ চলছে।
এর আগে ওই স্থানে প্রায় তিন শতক সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠলে ঈদগাঁও ইউনিয়ন ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ড টাঙিয়ে নির্মাণ বন্ধের নির্দেশ দেন। পরবর্তীতে সংশ্লিষ্টদের নোটিশ দিয়ে পরিমাপ সম্পন্ন না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখতে বলা হয়।
তবে শনিবার রাতে ফের গোপনে নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, “যদি জায়গাটি বৈধ হয়, তবে রাতের অন্ধকারে গোপনে কাজ করার প্রয়োজন কী?” প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নিয়ে সরকারি জায়গাটি উদ্ধার করে।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, “আমি পরিমাপ শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলাম। ইতোমধ্যে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে পুনরায় পরিমাপের অনুরোধ জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।”
অন্যদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোমলতা নাহার বলেন, “ভূমি অফিসের আদেশ অমান্য করে কেউ নির্মাণ কাজ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, প্রায় এক বছর আগে ‘জিনিয়াস এফজি’ নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠান স্থানীয় বাসু দে’র মালিকানাধীন জায়গায় চুক্তিভিত্তিক বাণিজ্যিক ভবন নির্মাণ শুরু করে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি ওই জায়গার পাশাপাশি প্রায় তিন শতক সরকারি খাস জমিও দখল করে স্থাপনা নির্মাণ করছে।
সচেতন মহলের দাবি, ঈদগাঁও বাজারের কেন্দ্রস্থলে সরকারি খাস জমি রক্ষায় প্রশাসন যেন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
