আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার হলরুমে আয়োজিত এ কর্মী সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাইশারী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন মাওলানা আহমেদ আজম।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি।

তিনি বলেন- “দেশের গণতন্ত্র আজ সংকটাপন্ন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে। তৃণমূলের প্রতিটি কর্মীই আমাদের শক্তি—এই কর্মীরাই আগামী দিনের গণআন্দোলনের মূল চালিকা শক্তি হবে।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মুনিরুল হক মনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অধ্যাপক তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আমিরুল কবির রাকিব, মৎস্যজীবী দলের সভাপতি আলম ফরাজী, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইয়াহিয়া খান মামুন, ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশিদ এবং যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর বলেন- “বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় আপসহীন ভূমিকা পালন করে আসছে। গণমানুষের দুঃখ-কষ্ট লাঘব ও উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য। তাই দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে।”

কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
তাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ।

অনুষ্ঠানের শেষে দেশ ও দলের অগ্রগতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।