পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে জান্নাতুল নূর (২) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাতবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল নূর ওই এলাকার হোসেন আলী প্রকাশ বাবুলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উঠানে খেলছিল জান্নাতুল নূর। এক পর্যায়ে খেলার ফাঁকে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির পিতা তাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল নূরকে মৃত ঘোষণা করেন।

শিশু জান্নাতুল নূরের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।