গণভোট নিয়ে এখনও নির্বাচন কমিশনের (ইসি) কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ইসি কমিশনার বলেন, “গণভোটের বিষয়টি এখনো কমিশনের নজরে আসেনি। এটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ, তাই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।”

তিনি আরও বলেন, “কমিশনের আইন অনুযায়ী শাপলা-কলিসহ আরও কয়েকটি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। যারা প্রতীকের ইস্যুতে আন্দোলন করছেন, তাদের বিষয়টিও কমিশনের নজরে আছে।”

আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন আনোয়ারুল ইসলাম।

পি-আর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) ইস্যুতে তিনি বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়, তাই কমিশন এখনই কোনো মন্তব্য করতে চায় না। রাজনৈতিক সিদ্ধান্ত কী হয়, সেটির অপেক্ষায় আছি।”

তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বর মাসে।