সিবিএন ডেস্ক
অন্তর্বর্তী সরকার জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) গুরুত্ব দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, “সেজন্যই ড. ইউনূসকে এখন সমালোচনা করা হচ্ছে, কারণ আজ তিনি তিনটি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করে যাচ্ছেন— যেখানে গণঅধিকার বি ও সি ক্যাটাগরিতে relegated হয়ে গেছে।”
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, “বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের পরামর্শ সরকার নিতে পারে। কিন্তু জামায়াত ও এনসিপিকে কোন যুক্তিতে তিনটি দল হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে? এটা কি ড. ইউনূসের করার কথা? অথচ শেখ হাসিনার সময় যখন তাকে হেনস্তা করা হয়েছিল, তখন আমরাই প্রতিবাদ করেছি।”
আরও পড়ুন
তিনি আরও বলেন, “আন্দোলনের সময় জুনায়েদ সাকিসহ অন্যদের মতো গণঅধিকার পরিষদেরও অবদান কম নয়। কিন্তু এখন সংস্কারের নামে উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক বিভাজন তৈরি করা হচ্ছে, যা দেশের জন্য বিপজ্জনক।”
সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে নুর বলেন, “সংস্কারের এজেন্ডাকে সামনে রেখে হীন উদ্দেশ্য বা ব্যক্তিগত স্বার্থে নতুন রাজনৈতিক বিভাজন তৈরি করা উচিত নয়। এতে দেশ আরেকটি সংকটের দিকে ঠেলে দেওয়া হবে।”
তিনি আরও মন্তব্য করেন, “জাতীয় নির্বাচন জানুয়ারিতেই হওয়া উচিত। নির্বাচন যত দেরি হবে, বিচার ও সংস্কার ইস্যু ঘোলাটে করা হবে। পরিকল্পিতভাবে সংস্কার আন্দোলনকে অন্যদিকে নেওয়ার চেষ্টা চলছে।”
