আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা বিএনপি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু কায়সারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম রাশেল, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমননীতির মধ্যেও জাতীয়তাবাদী যুবদল গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে লড়াই করে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করছে।”

তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা যুবদল সবসময় গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়।

এদিকে, বাইশারী ইউনিয়ন যুবদলের উদ্যোগে বাইশারী বাজারে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুর মোহাম্মদ পুতুনের সভাপতিত্বে ও সদস্য সচিব কলিম উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল করিম বান্টু, সদস্য সচিব আবুল কালাম এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বর্ণাঢ্য এই আয়োজনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করে।