মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার অফিস সহকারী নজরুল ইসলাম (৪৯) আর নেই। সোমবার (২৭ অক্টোবর) রাত ৯ টায় চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মরহুমের নিকটাত্মীয় আলহাজ্ব মাওলানা ফারহান উল্লাহ এ তথ্য জানিয়েছেন।
নজরুল ইসলাম কিডনি, ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি কক্সবাজার শহরের সাহিত্যিকাপল্লীর বাসিন্দা সাবেক উপজেলা সমবায় অফিসার মরহুম ছাবের আহমদ ও হাজেরা বেগম এর জ্যেষ্ঠ পুত্র। মৃত্যুকালে নজরুল ইসলাম স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় কক্সবাজার শহরের সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।
শোক প্রকাশ :
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার অফিস সহকারী নজরুল ইসলামের মৃত্যুতে কক্সবাজার জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি স্বপন কান্তি পাল ও সাধারণ সম্পাদক এম. ফরিদুল আলম ফরিদ গভীর শোক প্রকাশ করেছেন। নজরুল ইসলামের মৃত্যুতে তাঁরা পরম ঘনিষ্ঠ একজন সহকর্মী হারিয়েছেন বলে উল্লেখ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
