ইমাম খাইর, সিবিএন:
নির্বাসিত জীবনের দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে স্থায়ী হচ্ছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলায় জর্জরিত চকরিয়ার কৃতি সন্তান এমডি জামাল উদ্দিন চৌধুরী।

নভেম্বরের মাঝামাঝি সময়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিনি দেশে আসছেন বলে নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে।

এমডি জামাল উদ্দিন চৌধুরী লন্ডন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের স্নেহভাজন।

রাজনৈতিক মামলা তিনি দেশ মাতৃকার মায়া ছেড়ে এতদিন ছিলেন লন্ডনে।

দেশে ফেরার বিষয়টি মুঠোফোনে সিবিএনকে নিশ্চিত করেছেন এমডি জামাল উদ্দিন চৌধুরী।

প্রাপ্ত সূত্র মতে, ২০১৪ সালে উচ্চ আদালতে জামিনের জন্য এসেছিলেন। ওই সময় একদিন কারাগারে থাকার পর মুক্তি পান।
জামিনের পরে তিনি লন্ডন পাড়ি জমান।
চব্বিশের জুলাই অভ্যুত্থানের সুবাদে তিনি কয়েকবার দেশে আসলেও পরিবারের কোনো সদস্য আসার সুযোগ হয়নি। এই প্রথমবার সপরিবারে দেশে আসছেন স্বৈরাচার হাসিনা সরকারের জুলুমের শিকার এমডি জামাল উদ্দিন চৌধুরী। তার এই আগমনের খবরে নিজ এলাকা চকরিয়া পৌরসভায় জাতীয়তাবাদী পরিবারে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

এমডি জামাল উদ্দিন চৌধুরী লন্ডনে ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি। তিনি সেখানকার ব্যবসা প্রতিষ্ঠান ইমপ্লিমেন্ট গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান এবং সিইও। পাশাপাশি তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সদস্য।

শিক্ষা জীবনে এমডি জামাল উদ্দিন চৌধুরী লন্ডন থেকে বিএসসি (অনার্স) এমএসসি ডিগ্রিধারী। সুস্থভাবে দেশে ফিরতে তিনি সবার দোয়া চেয়েছেন।