এম. মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলায় রামপুর মৌজার চিংড়ি এস্টেটের ইজারা গ্রহীতা এবং মৎস্য সেক্টরের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।

রবিবার (২৬ অক্টোবর) সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। তিনি স্টেকহোল্ডারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন- মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. আহসান হাবিব খান, উপপরিচালক (চিংড়ি শাখা) এস.এম. মনিরুজ্জামান, কক্সবাজার চিংড়ি চাষ সম্প্রসারণ অঞ্চলের উপপরিচালক অধীর চন্দ্র দাস এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসিন মিয়া, বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং কোস্টগার্ড মহেশখালী কন্টিনজেন্ট কমান্ডার প্রমুখ।

মতবিনিময় সভার আগে সচিব আবু তাহের মুহাম্মদ জাবের চকরিয়া সরকারি চিংড়ি এস্টেটের সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের অধীনে চলমান বেড়িবাঁধ, স্লুইসগেট, খাল খনন, পুকুর খনন, অফিস ভবন ও গার্ড শেডসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তিনি ৪৮ একর প্রদর্শনী খামার সংলগ্ন বেড়িবাঁধে ভিয়েতনামী নারিকেল গাছের চারা এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ তাল গাছের চারা রোপণ করেন।

আয়োজিত মতবিনিময় সভায় চকরিয়া চিংড়ি এস্টেটের ১০ ও ১১ একর প্রকল্পের ইজারা গ্রহীতা, মৎস্যচাষি, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।