আব্দুস সালাম,টেকনাফ :
টেকনাফের দমদমিয়া চেকপোস্ট এলাকায় ডগ মেঘলা ইজিবাইক তল্লাশি চালিয়ে ১৬লিটার দেশীয় চোলাই মদসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৫অক্টোবর) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্ট এলাকা থেকে চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার আব্দুল জব্বারের ছেলে ইয়াছিন আরাফাত,একই এলাকার আমির শরীফের ছেলে এনায়েত উল্লাহ,দিল মাহমুদ ছেলে আব্দুর রহমান,ডেইল পাড়ার মোহাম্মদ জলিলের ছেলে মোহাম্মদ আমিন,ও ঝালকাঠি জেলার চারাখালী এলাকার বাবুল হোসেন ছেলে রাশেদুল করিম নিজাম।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, শনিবার (২৫অক্টোবর) দুপুরে দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজি বাইককে নিয়মিত তল্লাশির জন্য থামায়। একপর্যায়ে নারকোটিক্স ডগ ‘মেঘলা’ নির্দিষ্ট যাত্রীর শরীর ও ইজি বাইকে মাদকের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেয়। পরে টহল সদস্যরা তল্লাশি করে ইজি বাইকের পিছনের সীটের নীচে বিশেষভাবে লুকানো অবস্থায় পানির বোতলের মাঝে ১৬লিটার দেশীয় চোলাই মদসহ পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। মাদক পাচারে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইজিবাইক ও চোলাই মদসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন। মাদকমুক্ত দেশ গড়ার এই অঙ্গীকার নিয়ে আরও কঠোরভাবে বিজিবির অভিযান চলবে।