এম. মনছুর আলম, চকরিয়া :
কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ইউনিক ফাউন্ডেশন পরিচালিত “নতুন কুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা”। এ বছর উপজেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১,২০০ শিক্ষার্থী অংশ নেয় এই প্রতিযোগিতামূলক পরীক্ষায়।
গত বছরের ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্বচ্ছতা ও সুনামের মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ও বিকেলে সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় এবং সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, সকালে প্রথম ধাপে দ্বিতীয়, তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেল আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত দ্বিতীয় ধাপে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক ও খুটাখালী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন কাদের বলেন, “নতুন কুঁড়ি মেধাবৃত্তি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগ। এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে এই আয়োজন অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইউনিক ফাউন্ডেশনের আয়োজনে দ্বিতীয় বারের মতো অত্যন্ত স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। দিন দিন এ বৃত্তি পরীক্ষার সুনাম উপজেলার প্রতিটি জনপদে ছড়িয়ে পড়ছে।”
পরীক্ষার প্রধান সমন্বয়ক নুর মোহাম্মদ জানান, “সাহারবিল ইউনিয়ন শিক্ষার দিক থেকে অনেক এগিয়ে। শিক্ষানুরাগী তরুণদের উদ্যোগে শুরু হওয়া এ মেধাবৃত্তি পরীক্ষা গতবার ব্যাপক সাড়া ফেলেছিল। এবারেও আশাতীত শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং কোনোরূপ বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।”
উক্ত বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব ছিলেন জনতা ব্যাংক পিএলসি চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের এজিএম মোস্তফা কামাল রানা, হল সুপার ছিলেন চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ কর্মকর্তা লুৎফর রহমান।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন— নতুন কুঁড়ি মেধাবৃত্তির উপদেষ্টা হাবিবুল্লাহ মুনিরী, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মো. শাহাব উদ্দিন, শব্বীর আহমদ উসমানী, ইউপি সচিব ফয়সল উদ্দিন আহমদ ও মো. নুরুল আলম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (অ.দা.) জেবুন্নেছা জামান এবং সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক প্রমুখ।
