সিবিএন ডেস্ক
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বাস ও প্রাইভেটকারসহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারের চালকসহ দুইজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ঢাকামুখি লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখি লেনে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।
পথচারীরা জানায়, বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার একটি বাস ও প্রাইভেটকারসহ ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় একটি ঢাকামুখি দূরপাল্লার বাস প্রাইভেটকারটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার কারণে প্রাইভেটকারটি সামনে থাকা অন্য গাড়ির সঙ্গে আঘাত লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী আহত হন। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত পরে জানানো হবে।
