সোয়েব সাঈদ, রামু :
বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস) বাংলাদেশ এর চেয়ারম্যান ও চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার প্রধান পরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল বলেছেন- চাকমারকুল আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা এ অঞ্চলে ধর্মীয় শিক্ষার প্রসারে অবদান রেখে যাচ্ছে। এ মাদ্রাসার অনেক প্রাক্তন শিক্ষার্থী এখন দেশের খ্যাতনামা আলেম। কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা, ভাষা ও সাহিত্য চর্চায় আরও বেশী মনোনিবেশ করতে হবে।
কক্সবাজার জেলার প্রাচীনতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান চাকমারকুল আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বার্ষিক সালানা জলসার প্রস্তুতি এবং মাদ্রাসার পাঁচতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
বৃহষ্পতিবার, ২৩ অক্টোবর দুপুরে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- চাকমারকুল আল জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুল হক চৌধুরী, জামিয়াতুল ইমাম মুসলিম রহ: এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ শেখ সালাহুল ইসলাম, এইড ফর হিউম্যানিটি ফাউন্ডেশন এর চেয়ারম্যান সাআদ নিজামী, রামু ওলামা পরিষদের সভাপতি ও রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহছেন শরীফ, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার ও প্রবীণ আলেমেদ্বীন মাওলানা শাহ্ আলম।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন- মাদ্রাসার শিক্ষা পরিচালক ও শায়খুল হাদিস মাওলানা মুফতি কামাল হোসাইন। আরও বক্তব্য রাখেন- জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম মীর ও মাওলানা হারুন জদীদ।
কোরআন মজীদ তেলাওয়াত ও হামদে বারী তা’আলা পাঠের মাধ্যমে এবং জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা এমদাদুল্লাহ শামসি এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দ ২৪-২৫ ইংরেজি সনে অনুষ্ঠিত মারকাজী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের পুরস্কার বিতরণ করেন। সভায় আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য চাকমারকুল আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক সালানা জলসা সফল করতে আমন্ত্রিত মেহমান ও এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করা হয়। পরে অতিথিবৃন্দ চাকমারকুল আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা কাম্পাসের উত্তর পার্শ্বে পাঁচতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে জেলার বরণ্যে আলেমেদ্বীন, গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, অভিভাবক, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা (আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস) বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ফুরকানুল্লাহ খলীল।
