সিবিএন ডেস্ক :
মহেশখালীর শাপলাপুর ও কালারমারছড়া পাহাড়ি জনপদের ত্রাস, কুখ্যাত মানবপাচারকারী ও অস্ত্রধারী ডাকাত রহমত উল্লাহকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে কক্সবাজার শহরের সুগন্ধা লাইট হাউজ কটেজ জোনের হিল সাইট রিসোর্টের এক পতিতার ডেরা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ টিম তাকে আটক করে।
সূত্র জানায়, এসময় রহমত উল্লাহকে এক ভাড়া করা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়।
আটক রহমত উল্লাহ মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মুকবেকী এলাকার মৃত ফিরোজ আহমদের ছেলে।
তার বিরুদ্ধে মানবপাচার, অস্ত্র, চাঁদাবাজি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- ২০২০ সালের অস্ত্র মামলা (এফআইআর নং ৩৫/১৫০),২০১৪ সালের মানবপাচার মামলা (এফআইআর নং ৩৪) এবং ২০২৫ সালের চাঁদাবাজি মামলা (নং ২১/২৫)।
স্থানীয়রা জানান, রহমত উল্লাহর নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওই পাহাড়ি জনপদে খুন, অপহরণ, চাঁদাবাজি, মানবপাচার ও অস্ত্র বাণিজ্য চালাত একটি ভয়ঙ্কর সন্ত্রাসী নেটওয়ার্ক।
আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান চালালেও সে প্রতিবারই কৌশলে পালিয়ে যেত। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলে স্থানীয়রা। তারা জানান,“রহমত উল্লাহর মতো ভয়ঙ্কর অপরাধীর পতনে এলাকায় অবশেষে শান্তি ফিরবে।”
পুলিশ জানিয়েছে, রহমত উল্লাহর বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হবে এবং তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
