নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন থেকে ঝিমিয়ে থাকা কক্সবাজার হোটেল রেস্টুরেন্ট এন্ড বেকারি সুইটমিট কনফেকশনারী শ্রমিক ইউনিয়ন নতুনভাবে উজ্জীবিত হচ্ছে। শুরু হয়েছে সদস্য নবায়ন ও সংগ্রহের কার্যক্রম।
এ উপলক্ষে রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
তাজুল ইসলাম রাজু বাবুর্চির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা হারুণ বাবুর্চি, নুরুন্নবী বাবুর্চি, সাবেক সহসভাপতি আবুল মনসুর ও যুগ্ম আহবায়ক মো. রফিক বাবুর্চি।
বক্তারা বলেন, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় কক্সবাজার হোটেল রেস্টুরেন্ট এন্ড বেকারি সুইটমিট কনফেকশনারী শ্রমিক ইউনিয়ন। নানা প্রতিবন্ধকতা, ঘাত-প্রতিঘাতের মাঝেও এই সমিতি টিকে আছে এখনো। সাধারণ সদস্যদেরকে বুকে আগলে রেখেছেন নেতৃবৃন্দ। এখন এগিয়ে যাওয়ার পালা। সবার আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় এই সমিতি একটি অবস্থানে পৌঁছবে বলে প্রত্যাশা সদস্যদের।
আলোচনা সভার পরে নতুন ও পুরাতন সদস্যদের ফরম বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমিতিভুক্ত সদস্যরা “লাল কার্ড” সংগ্রহের জন্য নির্ধারিত ফরম পূরণ করে জমা দেন।
আগে লাল কার্ডধারী সদস্যরা তাদের সদস্য পদ নবায়ন করতে পারবে। নতুন আবেদনকারীদেরকে যাচাই-বাছাই করে “লাল কার্ড” প্রদান করা হবে।
সিনিয়র সদস্য এস পরিমল বাবুর্চির সঞ্চালনায় অনুষ্ঠানে ছৈয়দুল আবরার ইমরান, আব্দুল গফুর, সিরাজ, জয়নাল, শাহ আলম, হাফেজসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
