মোহাম্মদ তাজুল ইসলাম সভাপতি, সায়েম উদ্দিন সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আবদুল মাজেদ অর্থ সম্পাদক
সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলার ব্যাংকারদের ঐতিহ্যবাহী সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স কক্সবাজার (এবিসি) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সোনালী ব্যাংক পিএলসি, কক্সবাজার প্রিন্সিপাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ তাজুল ইসলাম সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে সভাপতি মনোনীত হয়েছেন।
এছাড়া সদস্যদের প্রত্যক্ষ ভোটে এসবিএসি ব্যাংক পিএলসি এর ফার্স্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান সায়েম উদ্দিন সাধারণ সম্পাদক ও এক্সিম ব্যাংক পিএলসি এর এসএভিপি ও শাখা প্রধান মোহাম্মদ আবদুল মাজেদ অর্থ সম্পাদক নির্বাচিত হন।
গত ১৪ অক্টোবর সাধারণ সভায় ২০২৫-২০২৬ সেশনের জন্য পরিচালনা পরিষদ নির্বাচন করা হয়।
সোনালী ব্যাংক পিএলসি, কক্সবাজার প্রিন্সিপাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে ও এসবিএসি ব্যাংক পিএলসি এর ফার্স্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান সায়েম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কক্সবাজার শহরের বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহের ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।
তারা এসোসিয়েশনকে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
