নিজস্ব প্রতিবেদক:
দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ২২ অক্টোবর কক্সবাজারের লাবনী পয়েন্ট সংলগ্ন কক্স কার্নিভালে জব ফেয়ার অনুষ্ঠিত হবে। এতে ট্যুরিজম এন্ড হোসপিটালিটি, নির্মাণ, তথ্যপ্রযুক্তি, কেয়ারগিভিং এবং কর্মসংস্থান পোর্টালসহ বিভিন্ন খাতের প্রায় ৪০টি স্টেকহোল্ডার ও নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এই মেলার মাধ্যমে ট্যুরিজম এন্ড হোসপিটালিটি খাত থেকে ৪০০ জন, নির্মাণ খাত থেকে ৫০ জন, বিজিএমইএ খাতে থেকে ৪০ জন, আইটি খাত থেকে ৩০ জন এবং কেয়ারগিভিং খাত থেকে ৪০ জন দক্ষ কর্মীকে সংযুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আইএসইসি প্রকল্পের আওতায় যৌথভাবে এ ফেয়ারের আয়োজন করেছে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কীলস্ কাউন্সিল।

দিনব্যাপী “আইজেক ক্যারিয়ার কার্নিভাল” শুরু হবে সকাল ৯ টায়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় আইজেক প্রকল্পের আওতায়
‘জব অ্যান্ড ফেয়ার ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো: সাইফুজ্জামান।

আইএসইসি প্রকল্পের মূল লক্ষ্য, প্রশিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা শক্তিশালীকরণ। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ৫৫০০ যুবককে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এর প্রশিক্ষণ মডিউলে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে প্রায় ৬০০ জন দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। এটি একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেখানে প্রশিক্ষিত তরুণরা চাকরির সুযোগ অনুসন্ধান, সাক্ষাৎকারে অংশগ্রহণ এবং ইন্টার্নশিপের সুযোগ পাবে। এই মেলাটি দক্ষ যুবক-যুবতিদের মধ্যে শ্রমবাজারের চাহিদার সেতুবন্ধন তৈরি করবে।

আয়োজকরা বিশ্বাস করেন, এই উদ্যোগ কর্মসংস্থানের পথ সুগম করবে, নিয়োগদাতা-দক্ষকর্মী সংযোগকে শক্তিশালী করবে এবং কক্সবাজারের শিক্ষা খাতের সম্পর্ক মজবুত করবে। ফলস্বরূপ, এটি টেকসই জীবিকা নির্ভরতা ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।

দক্ষ জনশক্তি প্রদর্শনের মাধ্যমে কক্সবাজারকে জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য নির্ভরযোগ্য উৎস হিসেবে তৈরি করা এই ইভেন্টের কৌশলগত উদ্দেশ্যের অন্তর্ভুক্ত।

জব ফেয়ারে সংশ্লিষ্টদের অংশগ্রহনের জন্য অনুরোধ জানিয়েছে আয়োজকরা।