সিবিএন ডেস্ক

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাতা বৃদ্ধি করেছে সরকার। এখন থেকে তারা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) বাড়ি ভাতা পাবেন।
এই সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

রোববার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বাড়িভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সুবিধা পেতে শিক্ষকদেরকে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২১’, ‘মাদ্রাসা নীতিমালা–২০১৮ (সংশোধিত)’, এবং ‘ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ও মৎস্য ডিপ্লোমা নীতিমালা–২০১৮ (সংশোধিত)’ অনুসরণ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়—

  • বাড়িভাতা সমন্বয়ের সময় জাতীয় বেতন স্কেল অনুযায়ী হিসাব করতে হবে।

  • এই সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য হবেন না শিক্ষক-কর্মচারীরা।

  • ভাতা প্রদানের সময় আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।

  • অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

এদিকে বাড়িভাতা ও অন্যান্য দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা ঘোষণা দিয়েছেন, “প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসব না।”