এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া :
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান (এলজি) ও এক রাউন্ড গুলি।
শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত রোহিঙ্গা যুবকের নাম মো. তৈয়ব (২৬)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর ব্লক সি/১০ এর বাসিন্দা এবং এফসিএন নম্বর ২১০৫০৬৯। তার পিতার নাম মৃত ছাব্বির আহমদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
