ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম ও তার বন্ধুরা দেওয়ানপাড়ার শাকিলদের পুকুরে গোসল করতে গেলে শাকিল, শিপনসহ কয়েকজন তাদের মারধর করে। এ ঘটনার জেরে রাতেই দুই গ্রামের শতাধিক লোক দেশীয় অস্ত্র, বল্লম ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়।

স্থানীয়রা জানান, টর্চ লাইট জ্বালিয়ে উভয় পক্ষ একে অপরের উপর হামলা চালায়। ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রের রূপ নেয়।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সরাইল থানার এক কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।