ওসমান গণি টুলু তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত
সম্পাদক : মোহাম্মদুল করিম

সংবাদ বিজ্ঞপ্তি:
দক্ষিণ চট্টগ্রামের মৎস্য ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন কক্সবাজার অবতরণ কেন্দ্র মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে মৎস্য অবতরণ কেন্দ্র মার্কেটে ১৭ অক্টোবর সম্পন্ন হয়েছে।

এতে মর্যাদাকর সভাপতি পদে ওসমান গণি টুলু বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্ধী প্রার্থীকে হারিয়ে তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। ওসমান গণির (চেয়ার)প্রাপ্ত ভোট ১৯৬। তাঁর প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন হাজারী (ছাতা)পেয়েছেন ১০৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোহাম্মদুল করিম প্রতিদ্বন্দ্বী জানে আলম পুতুকে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোহাম্মদুল করিম ( আনারস)পেয়েছেন ২৫০ ভোট,আর প্রতিদ্বন্দ্বী জানে আলম পুতু (দেয়ালগড়ি) পেয়েছেন ৫৯ ভোট।

এর আগে ১১ টি পদের এই নির্বাচনে সভাপতি/ সাধারণ সম্পাদক ছাড়া ৯ টি পদে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন-সহ- সভাপতি সেলিম উল্লাহ, কোষাধ্যক্ষ
মোহাম্মদ আমির হোসেন , ৮ সদস্যগণ হলেন, মোহাম্মদ ঈসমাইল, আবদুল আল মাসুদ রনি, আজাদুর রহমান, মোহাম্মদ রুবেল ইসলাম, মোহাম্মদ ছিদ্দিক, মোহাম্মদ আবুল মাছন, মমতাজ উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস মিয়া।

এদিকে আলোচিত এই নির্বাচনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি কক্সবাজার সদর উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম জানান, অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সমবায় অফিসের নিবন্ধিত এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমিতির ৩৩০ জন ভোটারের মধ্যে ৩১০ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেছেন। এতে সভাপতি পদে ওসমান গণি টুলু ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদুল করিম নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সমিতির সিনিয়র সদস্য কামরুল হাসান রাব্বি জানান, চিহ্নিত, বর্ণচোরা ষড়যন্ত্রকারীরা এই নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছে। যা সমিতির সাধারণ সদস্যরা ঐক্যবদ্ধ থেকে অতীতের মতোই সকল ষড়যন্ত্রকে পরাজিত করেছে। এই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে সাগরে জলদস্যু সিন্ডিকেটের চিহ্নিত মাস্টারমাইন্ডরা নির্বাচিত সভাপতি ওসমান গণি টুলুর বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দিয়েছিল তার বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিয়েছে ঐতিহ্যবাহী এই সমিতির সাধারণ ভোটাররা।