সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে মো. ইউনুস (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজারকুল ইউনিয়নের মনসুর আলী স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ইউনুস।
নিহত ইউনুস রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ফয়েজ আহমদের বড় ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, সকালে ফজরের নামাজ পড়ে রেললাইনের পাশে হাঁটছিলেন ইউনুস। এ সময় অসাবধানতাবশত বা ট্রেনের গতি ভুলভাবে অনুমান করায় দুর্ঘটনাটি ঘটে।
রাজারকুল ইউনিয়ন পরিষদের নারী সদস্য আলম শাইর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ইউনুস ছিলেন একজন হাস্যোজ্জ্বল ও পরিশ্রমী তরুণ। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
