পেকুয়া প্রতিনিধি :

নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সুশাসনের জন্য জবাবদিহিতামূলক কাঠামো গঠনে জাতীয় ও স্থানীয় পর্যায়ে কার্যকর নীতি ও অংশগ্রহণমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারের পেকুয়ায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করে “ভয়েস ফর চেইঞ্জ: এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি” প্রকল্প। কর্মসূচিটি অর্থায়ন করেছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (SDC) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)।

প্রশিক্ষণে পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী এবং স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মোট ২৫ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জেন্ডার সমতা ও নারীর অধিকার, পরিবেশে জেন্ডার বৈষম্যের প্রভাব, জলবায়ু পরিবর্তন ও এর প্রেক্ষিতে নারীর ভূমিকা, অধিকারভিত্তিক উন্নয়ন, সামাজিক জবাবদিহিতা এবং নাগরিক পরিবীক্ষণ পদ্ধতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।

প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা আবু ছালাম, প্রকল্প কর্মকর্তা বেদেনা খাতুন ও শামীমা ইয়াসমীন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। তিনি বলেন, “জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন বর্তমানে বৈশ্বিক চ্যালেঞ্জ। স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন সম্ভব।”

তিনি আরও বলেন, “এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নারীর ক্ষমতায়ন ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে।”

অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা স্থানীয় পর্যায়ে নীতি ও পরিকল্পনায় নারীর ভূমিকা এবং জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে আরও উদ্বুদ্ধ হয়েছেন।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দেশের আরও বেশ কয়েকটি উপজেলায় একই ধরনের অংশগ্রহণমূলক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।