প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশক্রমে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবদলের ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) রামু উপজেলা যুবদলের আহ্বায়ক জহির আলম ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম কমিটির অনুমোদন প্রদান করেন। আগামী এক মাসের মধ্যে ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা যুবদলের নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজল হোসেন, সদস্য সচিব মোহাম্মদ হাসান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন ওবাইদুল হক।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন তানিম মোস্তফা, মনিরুল হক, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, আবদুল করিম, মো. ছলিম উল্লাহ, শামশুল হাসান চৌধুরী, মোহাম্মদ সর্দার বাবুল, আনিসুল করিম রুমেল ও মো. সোহেল।
সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ ইউনুছ, মোনায়েম তাহের পারভেজ, সাদ্দাম হোসেন, জয়নাল আবেদীন, নুরুল আমিন, মিঠুন রুদ্র, হামিদুল হক, আলমগীর, মোহাম্মদ রিয়াদ, শহীদুল্লাহ, শহীদুল আলম, নুর হোসেন, শাহাব উদ্দিন, ওসমান গণি, আবু তাহের, তৈয়ব উল্লাহ, জসিম উদ্দিন, আনিসুল হক, আরিফুল ইসলাম, মোহাম্মদ বাবু, হারুনুর রশিদ, মহিউদ্দিন, আইয়ুব আলী, ফরিদুল আলম ও একরাম প্রমুখ।
রামু উপজেলা যুবদল নেতৃত্ব আশা প্রকাশ করেছে, নবগঠিত কমিটি জোয়ারিয়ানালা ইউনিয়নে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবে এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুদৃঢ় করবে।
