নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশক্রমে রামু উপজেলার রাজারকুল ইউনিয়ন যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) রামু উপজেলা যুবদলের আহ্বায়ক জহির আলম ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম কমিটির অনুমোদন প্রদান করেন। আগামী এক মাসের মধ্যে ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা যুবদলের নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল মনছুর আলম, সদস্য সচিব হয়েছেন জাহেদুল হক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. একরাম সিকদার।
অন্য যুগ্ম আহ্বায়করা হলেন হামিদুল হক হামু, রাশেদুল হক, এডভোকেট আনিসুল কবির শাহজাহান, জাহাঙ্গীর আলম, মো. হোছাইন, নূর হোছন, জাহেদ উল্লাহ, লিটন বড়ুয়া, ছেনুয়ারা বেগম, হেলাল উদ্দিন, রকি বড়ুয়া, রাসেল জলদাস ও মো. নাছির উদ্দিন প্রমুখ।
এছাড়া সদস্য পদে অন্তর্ভুক্ত রয়েছেন জাহেদ লতিফ জিসান, দানু মিয়া, সৈয়দ নুর, মোহাম্মদ কাজল, আহমদুল হক, মো. শহিদ উল্লাহ, গিয়াস উদ্দিন, আনোয়ারুল আজিম রনি, রাহান নেওয়াজ, মোহাম্মদ ইমরান, ওয়াহিদ উল্লাহ, মো. ওসামা, জাফর আলম, তফাজ্জল হোসেন, আজিজুল হক, মাহমুদুল হক, জসিম উদ্দিন, আবুল কালাম, মোহাম্মদ রাশেদ, আবদু শুক্কুর, মোহাম্মদ আরকান, মোহাম্মদ মাসুম, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান, এস.এম. রাহাত হোসেন খোকা, আরিফ উল্লাহ, আকিবুল ইসলাম, নুরুল আবছার, মোহাম্মদ ইমন, মো. রিদুয়ান, নুরুল হক, মোহাম্মদ দিনার, মো. রমজান আলী ও মোর্শেদ আলমসহ আরও অনেকে।
রামু উপজেলা যুবদল নেতৃত্ব আশা প্রকাশ করেছে, নবগঠিত এ কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করে তুলবে এবং রাজারকুল ইউনিয়নে যুবদলের অবস্থান সুদৃঢ় করবে।
