এম. মনছুর আলম, চকরিয়া :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করেছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘী সেনা ক্যাম্প সংলগ্ন চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার জহির আলম (৫৪) ও তার স্ত্রী শাহেনা বেগম (৪৬)। বর্তমানে তারা চকরিয়ার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাস করছেন।

অভিযান সূত্রে জানা যায়, সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি চালায় পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশের নির্দেশনায় ও চকরিয়া থানার ওসি মো. তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই আবুল খায়ের, এসআই মো. সোহরাব সাকিবসহ পুলিশের একটি টিম।

অটোরিকশাটি থামিয়ে তল্লাশি চালালে কালো রঙের একটি স্কুল ব্যাগের ভেতর থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি বাটন ফোন ও অটোরিকশাটি জব্দ করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “২০ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”