ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার জেলা কারাগার থেকে সদ্য বদলি হওয়া জেলার আবু মুছার বিদায় সংবর্ধনা ও পদোন্নতিপ্রাপ্ত হয়ে নবাগত জেলার মো. দেলোয়ার জাহানের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এই উপলক্ষে ১৪ অক্টোবর সন্ধ্যায় জেলা কারাগার প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেল সুপার মো. জাবেদ মেহেদী।
তিনি বলেন, আগমন ও প্রস্থান এটি সরকারি রুটিন ওয়ার্ক। তবে কর্মকালে কেউ কেউ আচরণের কারণে স্মরণীয় হয়ে থাকে। বিদায়ী জেলার আবু মুছার সততা, দক্ষতা ও কর্মতৎপরতা প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিদায়ী জেলার আবু মুছাকে কারা পরিবারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
এ সময় আবু মুছা বলেন, কক্সবাজার কারাগারে যোগদানের পর থেকে অভ্যন্তরীণ পরিবর্তন আনতে সর্বোচ্চ চেষ্টা করেছি। এই প্রক্রিয়ায় হয়তো আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু সামষ্টিকভাবে সরকার লাভবান হয়েছে। সুনাম হয়েছে কারাগারের।
তিনি বলেন, এই ধারা ধরে রাখতে পারলে কারাগারের আভ্যন্তরীণ পরিবেশ আরো উন্নত ও সমৃদ্ধ হবে।
নতুন প্রশাসন নতুন উদ্যমে কাজ করলে কারাগারের গুণগতমান আরো অনেক বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করেন বিদায়ী জেলার। তিনি কারা প্রশাসনের নির্দেশনা মেনে চলতে সবাইকে আহ্বান জানান।
ডেপুটি জেলার নোবেল দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগত জেলার মো. দেলোয়ার জাহান নতুন কর্মস্থলে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি বলেন, সব স্থরের সাথে সমন্বয় রাখলে কাজ অনেক দূর এগিয়ে যায়। অফিসিয়াল সৌন্দর্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।
বিদায় ও বরণ অনুষ্ঠানে কারারক্ষীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলার আবু মুছা নোয়াখালী জেলা কারাগারে একই পদে বদলি হয়েছেন। কক্সবাজারে তিনি ১৩ মাস সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
