সিবিএন ডেস্ক ;

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটিতে মূল্যায়ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের নেতা মোহাম্মদ জুনায়েদ। তিনি শহীদ মঞ্জুর আলমের পুত্র, যিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছিলেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে জুনায়েদ অভিযোগ করেন, নতুন কমিটিতে তাকে উপেক্ষা করে টাকার বিনিময়ে পদ বণ্টন করা হয়েছে।

তার পোস্টে তিনি লেখেন- “যে কাগজের মুদ্রার বিনিময়ে কমিটি দেওয়া হলো, সেই কাগজের মুদ্রা কি আমার শহীদ বাবার রক্তের চেয়েও মূল্যবান! আমার প্রতি বারবার অবিচার করা হচ্ছে, আমাকে অমূল্যায়ন করা হচ্ছে। আমার শহীদ পিতার আত্মাও এতে শান্তি পাবে না।”

তিনি আরও লেখেন- “আমি মূল্যায়নের জন্য টাকা দেবো কীভাবে? আমার তো বাবা নেই। আমার বাবা এই দেশ ও দলের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমি নিজেও শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল থেকে উঠে এসেছি। কিন্তু বারবার টাকার কাছে হেরে যাচ্ছি।”

জুনায়েদ অভিযোগ করেন, ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে তার চেয়ে কম অভিজ্ঞ ও কম সক্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন-  “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কার কত ভূমিকা ও ত্যাগ ছিল, তা প্রকাশ করা হোক; আমি কোন দিক দিয়ে অযোগ্য, সেটা প্রমাণ করা হোক।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রদলের অভ্যন্তরীণ মূল্যায়ন পদ্ধতি নিয়ে ক্ষোভ নতুন নয়। তবে শহীদের সন্তানের এমন প্রকাশ্য প্রতিক্রিয়া সংগঠনের অভ্যন্তরীণ মনোবলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

এ বিষয়ে চকরিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।