ডেস্ক রিপোর্ট:
জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে “আম আর ছালা—দুইটাই যাবে” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসে জুলাই সনদ বাস্তবায়নে পৃথকভাবে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল।
ডা. তাহের বলেন, জাতীয় নির্বাচন ও জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য প্রস্তাবিত গণভোট—এই দুটি বিষয় একসঙ্গে হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। “নির্বাচনের দিন সবাই জাতীয় নির্বাচনে ব্যস্ত থাকবে। সাধারণ ভোটার ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে গণভোটের ব্যালট পকেটে নিয়ে বাড়ি চলে যাবে—তখন তাকে আর ভোট দিতে কেউ বাধ্য করতে পারবে না,”—যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, গণভোট একটি সহজ প্রক্রিয়া এবং এটি আলাদাভাবে আয়োজন করলে নির্বাচনী ব্যবস্থার কার্যকারিতা ‘পরীক্ষা’ করা যাবে। একই ব্যালট বাক্স ব্যবহার করে খুব সামান্য বাড়তি ব্যয়েই গণভোট আয়োজন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
👉 সূত্র: আরটিভি নিউজ
