সিবিএন ডেস্ক :

দেশে পর্যাপ্ত লবণ উৎপাদন থাকা সত্ত্বেও বিদেশ থেকে লবণ আমদানির সরকারি অনুমতির প্রতিবাদে কক্সবাজারের মহেশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সড়কে লবণ ছিটিয়ে প্রতীকী প্রতিবাদ জানান লবণচাষি ও ব্যবসায়ীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে মহেশখালী লবণ উৎপাদনকারী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ।

বক্তারা বলেন, দেশের চাহিদার চেয়ে বেশি লবণ উৎপাদন করা সত্ত্বেও বিদেশ থেকে লবণ আমদানির অনুমোদন স্থানীয় লবণ শিল্পের অস্তিত্বের জন্য হুমকি। তারা অভিযোগ করেন, “আমরা মাঠে ঘাম ঝরিয়ে লবণ উৎপাদন করি, অথচ বিদেশি লবণ আমদানি ও নীতিগত অদক্ষতার কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি।”

বক্তারা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর তীব্র সমালোচনা করে বলেন, বিসিকের অব্যবস্থাপনা, দালালচক্রের প্রভাব ও নীতিহীনতার কারণে লবণচাষিরা প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছে। তারা সতর্ক করেন, বিসিকের বর্তমান ব্যবস্থাপনা সংস্কার না হলে দেশের লবণ শিল্প ধ্বংস হয়ে যাবে।

বক্তারা বলেন, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও উপকূলীয় অঞ্চলের লাখো লবণচাষির জীবন-জীবিকা এই শিল্পের ওপর নির্ভরশীল। অথচ সরকারি নীতিনির্ধারকরা বিদেশি স্বার্থে দেশীয় উৎপাদকদের অবমূল্যায়ন করছেন, যা এক প্রকার অন্যায় ও শোষণ।

তারা সরকারের প্রতি তিন দফা দাবি জানান-  ১. বিদেশি লবণ আমদানি অবিলম্বে বন্ধ করতে হবে, ২. দেশীয় লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারি তদারকি জোরদার করতে হবে, ৩. লবণচাষিদের জন্য সহজ ঋণ, প্রণোদনা ও সংরক্ষণ ব্যবস্থার উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. শহিদুল্লাহ এবং সঞ্চালনা করেন মাওলানা আতাউর রহমান। মানববন্ধনে হাজারো লবণচাষি, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।