নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার ইয়োগা একাডেমির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের ইনডোর স্টেডিয়ামে। সভায় সভাপতিত্ব করেন মো. ছিদ্দিকুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে সরওয়ার উদ্দিন মো. জুনায়েদকে আহ্বায়ক, সাংবাদিক বলরাম দাশ অনুপম ও হামিদুল ইসলাম পুতুকে যুগ্ম আহ্বায়ক এবং মো. ফরিদুল আলমকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. ছিদ্দিকুল ইসলাম, আরাফাত সাইফুল আদর, খায়রুল হাসান মনি, রাশেদুল আলম রিপন, মো. সাইফুদ্দিন, হাবিবুর রহমান ও মো. হোসাইন রুবেল।
