নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ওবিই কারিকুলাম ও মূল্যায়ন কৌশল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই কর্মশালায় পরিচালনা করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম পরিচালক প্রফেসর ড. তৌফিক সাঈদ।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেল আয়োজিত কর্মশালার সভাপতিত্ব করেন ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা, যাতে তারা আইকিউএসি কারিকুলাম সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন। প্রশিক্ষণে অন্তর্ভুক্ত ছিল ওবিই কারিকুলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশ্ন প্রণয়ন, পাঠ পরিকল্পনা তৈরি, কোর্স মডারেশন এবং শিক্ষার্থীদের শেখার মানোন্নয়নে কার্যকর কোর্স মূল্যায়ন পদ্ধতি। কর্মশালায় সকল বিভাগের শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাপনী বক্তব্যে আইকিউএসি পরিচালক ও সহযোগী অধ্যাপক গোলাম মওলা শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে মূল বক্তাকে ওবিই কারিকুলাম সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও এ ধরনের কর্মশালার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন, যাতে বিশ্ববিদ্যালয়ে আরও উন্নত শিক্ষাদান ও শেখার পরিবেশ তৈরি হয়।