সিবিএন ডেস্ক ;
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (CIU) শাখার আওতাধীন ব্যাচেলর অব হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট (BHTM) বিভাগের নতুন আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তাজিয়াকাটা এলাকার কৃতি সন্তান এইচ. এম. রুবেল সিকদার।
ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি পুনর্গঠন করা হয়। মেধা, সংগঠনিক দক্ষতা ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ রুবেল সিকদারকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।
মনোনয়ন ঘোষণার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহপাঠী ও নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। সহপাঠী ও বন্ধুদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এইচ. এম. রুবেল সিকদার বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী। প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও গণতন্ত্রের আদর্শ বুকে ধারণ করে ছাত্রসমাজের কল্যাণে কাজ করে যাব। সংগঠনকে আরও গতিশীল করতে সৎ, মেধাবী ও দেশপ্রেমিক শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকাই হবে আমার অঙ্গীকার।”
সহপাঠীরা জানান, রুবেল একজন বিনয়ী, সৎ ও দায়িত্বশীল তরুণ। তাঁর নেতৃত্বে বিভাগীয় ছাত্রদল আরও সংগঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
আরেক সহপাঠী বলেন, “রুবেল ভাই সবসময় সবাইকে অনুপ্রাণিত করেন। তিনি শুধু রাজনীতি নয়, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। তাঁর মতো শিক্ষার্থীরাই প্রকৃত নেতৃত্ব দিতে পারে।”
কুতুবজোমের তরুণ ছাত্রদল নেতা সেজান বলেন, “আমাদের এলাকার সন্তান রুবেল সিকদারের মতো যোগ্য তরুণ নেতৃত্বে আসায় আমরা গর্বিত। আশা করি, সে ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করবে।”
উল্লেখ্য, এইচ. এম. রুবেল সিকদার শিক্ষা জীবনের শুরু থেকেই সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত। মানবিক উদ্যোগ, পরিবেশ রক্ষা ও শিক্ষা-সংক্রান্ত নানা কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
তার এই অর্জনে মহেশখালীর ছাত্রসমাজ, রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় তরুণরা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
