এইচ. এম. জালাল উদ্দীন কাউছার, উখিয়া:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তবে অভিযানের সময় সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

রবিবার (১২ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে ৮ এপিবিএনের আওতাধীন ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—ক্যাম্প-১৮ এর এম/১৫ ব্লকের মরাপাহাড়ের নিচে রাস্তার পাশে কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানান, উদ্ধার করা অস্ত্র ও আলামত নিয়মিত মামলার অংশ হিসেবে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এপিবিএন সূত্রে জানা গেছে, সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।