ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম

তিনি জানান, সকালে শারীরিক অবস্থার অবনতি হলে অধ্যাপক মনজুরুল ইসলামকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মাজহারুল ইসলাম আরও জানান, শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। বর্তমানে মরদেহ বারডেম হিমঘরে রাখা আছে।

গত শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এ যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। অস্ত্রোপচারের মাধ্যমে দুইটি রিং পরানো হয়েছিল, তবে পরবর্তীতে অবস্থার অবনতি ঘটে।

১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করা সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি ছিলেন একাধারে অধ্যাপক, সাহিত্যিক, অনুবাদক ও প্রাবন্ধিক। বাংলাদেশের আধুনিক ইংরেজি সাহিত্যে তার অবদান অমূল্য বলে বিবেচিত।