পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ফয়েজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী সচেতনতামূলক কর্মশালা। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল— জেন্ডার সমতা, গণতন্ত্রের চর্চা, সুশাসনের ধারণা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।
‘ভয়েস ফর চেইঞ্জ: এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি’ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করে খান ফাউন্ডেশন। বৃহস্পতিাবর (২১ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রায় ৬০ জন শিক্ষার্থী, যাদের বেশিরভাগই কিশোর ও কিশোরী বয়সের। কর্মশালাটি পরিচালনা করেন প্রকল্পের প্রশিক্ষক বেদেনা খাতুন ও শামীমা ইয়াসমীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী ফয়েজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ আলম। তিনি বলেন, “বর্তমান প্রেক্ষাপটে জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। তরুণ প্রজন্মকে এসব বিষয়ে প্রস্তুত করলেই ভবিষ্যতের নেতৃত্ব আরও মানবিক ও দায়িত্বশীল হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী ফয়েজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাইছার উদ্দিন, খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা আবু ছালাম, নুর আয়েশ খাঁন ফাউন্ডেশনের সমন্বয়ক আমজাদ হোছাইন এবং স্থানীয় সাংবাদিক মো. আরকান।
তাঁরা সবাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জায়গা থেকে গড়ে তুলতে এমন কার্যক্রমকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
কর্মশালায় আলোচনার মূল বিষয়গুলো ছিল নারী-পুরুষের সমঅধিকার, জেন্ডার বৈষম্য, ইক্যুইটি ও সহিংসতা প্রতিরোধ, গণতন্ত্রের মৌলিক মূল্যবোধ, অংশগ্রহণমূলক নাগরিকতা, জবাবদিহিতা, স্বচ্ছতা ও ন্যায়ের চর্চা, পরিবেশগত সংকট, বৈশ্বিক উষ্ণতা ও স্থানীয় পর্যায়ে করণীয়।
শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে কর্মশালায় অনুষ্ঠিত হয় দুই রাউন্ডের কুইজ প্রতিযোগিতা। প্রথম রাউন্ডে প্রশ্ন ছিল জাতীয় ও আন্তর্জাতিক প্রসঙ্গভিত্তিক। দ্বিতীয় রাউন্ডে শিক্ষার্থীরা অংশ নেয় কর্মশালার মূল চারটি থিম—জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু পরিবর্তন—ভিত্তিক কুইজে। বিজয়ীদের জন্য ছিল পুরস্কার বিতরণ।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী শিরিন আক্তার বলেন, “জেন্ডার সমতা বিষয়ে আগে তেমন কিছু জানতাম না। এই কর্মশালায় অংশ নিয়ে বুঝলাম, ছেলেমেয়ে সবাই সমানভাবে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।”
নবম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুল হক বলেন, “গণতন্ত্র শুধু ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মতামত প্রকাশের স্বাধীনতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার মধ্যে গণতন্ত্রের প্রকৃত রূপ রয়েছে—এটা বুঝতে পেরেছি।”
“ভয়েস ফর চেইঞ্জ: এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি” প্রকল্পে অর্থায়ন করছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (SDC) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)।
