পেকুয়া প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পেকুয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে কামরান জাদিদ মুকুটকে আহ্বায়ক এবং মাহমুদ ওয়াহিদুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে আরও ছয়জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করে মোট আট সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র। বাকি সদস্যরা হলেন শাকিল সিকদার, দিদারুল ইসলাম, মো. নুরুল ইসলাম, ইয়াছিন আরাফাত, আবু হেনা মোস্তফা কামাল ফাহিম ও সাঈদী রহমান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

কামরান জাদিদ মুকুট পূর্বে পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৃণমূলের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ও দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে।

মাহমুদ ওয়াহিদুজ্জামান পূর্বে উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি উজানটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

কমিটি গঠনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বলেন,
“দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা গর্বের পাশাপাশি একটি চ্যালেঞ্জও। পেকুয়ার যুবদলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল সামনে থেকে নেতৃত্ব দেবে।”

তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে সক্রিয় করাই হবে তাদের প্রধান অগ্রাধিকার।