সিবিএন ডেস্ক;

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩১১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১০ জনে। মৃতদের মধ্যে ৬৪ জন পুরুষ এবং ৪৬ জন নারী।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ১১২ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪২ জন, চট্টগ্রামে ৩৭ জন, বরিশালে ৮২ জন, খুলনায় ১৫ জন, রাজশাহীতে ২১ জন এবং ময়মনসিংহে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ২৭ হাজার ৭৮২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।