পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় চাঁদাবাজির মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহেতাশামুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার (২০ আগস্ট) দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে পেকুয়ার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে অবস্থিত “আমির হোছাইন ইলেক্ট্রনিকস অ্যান্ড হার্ডওয়্যার” দোকানের মালিক আমির হোছাইনের কাছে চাঁদা দাবি করেন এহেতাশামুল হকসহ পাঁচজন।

ঘটনার পর আমির হোছাইন বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এহেতাশামুল হককে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১০৬৫/১৮)। মামলায় দাবিকৃত চাঁদার পরিমাণ ছিল ৬ লাখ টাকা। এতে মোট পাঁচজনকে আসামি করা হয়।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কক্সবাজার—দুটি সংস্থা পৃথকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

দীর্ঘ শুনানি শেষে আদালত প্রধান আসামি এহেতাশামুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে বাকি চার আসামিকে জামিন দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিফতাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া চলছিল। আজ আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। আমরা রায়ে সন্তুষ্ট।”