আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে টমটম চালক নুরুল আবছার হত্যার ঘটনায় জড়িত তিন রোহিঙ্গা খুনিকে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন কুতুপালং এফসিএন-২৯৯০১৫, ব্লক-বি/৯, ক্যাম্প-২ ইস্ট-এর মৃত আলী আহম্মদের পুত্র শফি আলম (২৮), কুতুপালং এফসিএন-১০৭০০৫, ব্লক-বি/১০, ক্যাম্প-২ ইস্ট-এর হামিদ হোসেনের পুত্র ইমাম হোসেন (২০) এবং কুতুপালং এফসিএন-২৭৬৬৬৪, ব্লক-বি/১০, ক্যাম্প-২ ইস্ট-এর নুর আহমেদের পুত্র আবুল হাশিম (৪৫)।

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা নং-১১ দায়ের করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, “হত্যাকাণ্ডের পরপরই আমরা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। প্রযুক্তির সহায়তা ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের মাধ্যমে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।” তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সীমান্ত এলাকায় রোহিঙ্গাদের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। এছাড়া এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা পুলিশের দ্রুত তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের আন্তরিক ভূমিকার প্রশংসা করেছেন।

উল্লেখ্য, টমটম চালক নুরুল আবছারের হত্যাকাণ্ডের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবার খুনিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।