সিবিএন ডেস্ক;

বিএনপির আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচির কথা জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানো হবে। এছাড়াও, খাল খনন কর্মসূচি আবারও চালু করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি বিভাজন সৃষ্টি হয়, তাহলে রাষ্ট্র ও রাজনীতিতে পতিত, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হবে। এ জন্য তিনি জনগণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দলের বক্তব্য জনগণের মনে বিভ্রান্তি তৈরি করছে। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচন অন্যতম প্রধান মাধ্যম, কিন্তু শর্ত আরোপের মাধ্যমে সে অধিকার ক্ষুণ্ন হলে গণতন্ত্র বিপদে পড়বে।

তারেক রহমান বলেন, ইতিহাসের নৃশংসতম ফ্যাসিস্টের পলায়নের পর যারা অহেতুক বিতর্কে জড়িয়ে পড়ছে, তারা শহীদদের আত্মত্যাগকে অবমাননা করছে। ফ্যাসিবাদ সংবিধান বা আইনের বই দিয়ে ঠেকানো যায় না— এর একমাত্র উপায় হলো জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করা।